আমরা অনেকেই Themes ব্যবহার করতে পছন্দ করি। কিন্তু সবসময়ে ভাল Themes
পাওয়া যায় না। আমি নিচে ৩ টা Themes দিলাম দেখেন কেমন লাগে!
মনে রাখবেন, এটা স্কিন প্যাক। সব সুবিধা এখানে পাবেন না।
- আপনি যদি উইন্ডোজ ৮ ব্যবহার করতে চান ==>
প্রথমে এই সফটওয়্যার টা
ডাউনলোড করতে হবে । এই লিংকে যান
-http://www.softpedia.com/get/System/OS-Enhancements/Vista-Transformation-Pack.shtml
( ৫৮.৪ এমবি) ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার টা ওপেন করুন । সাধারন
সফটওয়্যার এর মতো ইনস্টল করুন । ইনস্টল শেষ হলে রিস্ট্রাট নিতে চাইবে ।
রিস্ট্রাট নিন । কিছু স্ক্রিনশট…
- আপনি যদি উবুন্টু ব্যবহার করতে চান ==>
প্রথমে এই সফটওয়্যার টা
ডাউনলোড করতে হবে । এই লিংকে যান
http://www.softpedia.com/get/System/OS-Enhancements/Ubuntu-Skin-Pack.shtml
(৪১.৭ এমবি) । ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার টা ওপেন করুন । তাহলে এইরকম
আসবে
এবার সাধারন সফটওয়্যার এর মতো ইনস্টল
করুন । ইনস্টল শেষ হলে রিস্ট্রাট নিতে চাইবে । রিস্ট্রাট নিন । দেখবেন
আপনার পিসি সম্পূর্ন বদলে গেছে । উবুন্টুর বিখ্যাত 3d মুড টাও পাবেন আপনি !
কিছু স্ক্রিনশট…
- আপনি যদি ম্যাক ব্যবহার করতে চান ==>
প্রথমে এই সফটওয়্যার টা
ডাউনলোড করতে হবে । এই লিংকে যান
http://www.softpedia.com/get/System/OS-Enhancements/Lion-Skin-Pack.shtml
(৬২.৬ এমবি) । ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার টা ওপেন করুন । তাহলে এইরকম
আসবে
এবার সাধারন সফটওয়্যার এর মতো ইনস্টল
করুন । ইনস্টল শেষ হলে রিস্ট্রাট নিতে চাইবে । রিস্ট্রাট নিন । দেখবেন
আপনার পিসি সম্পূর্ন বদলে গেছে । কিছু স্ক্রিনশট…
শেষ !
আনইনস্টল : Control Panel এ যান ।
“Uninstall a program” এ ক্লিক করুন । এবার সফটওয়্যারটি আনইনস্টল করে দিন
। রিস্ট্রাট নিতে চাইবে । রিস্ট্রাট নিন । দেখবেন আপনার পিসি সম্পূর্ন
আগের মতো হয়ে গেছে
যারা লিমিটেড
ইন্টারনেট ব্যবহার করেন, তাদের অবশ্য কষ্ট হবে (আমি নিজেও লিমিটেড
ইন্টারনেট ব্যবহার করি ) । ব্যক্তিগত ভাবে আমার কাছে ম্যাকই ভালো লেগেছে ।
আপনাদের কোনটা ভালো লাগে জানাবেন ।
মনে রাখবেন, এটা স্কিন প্যাক। সব সুবিধা এখানে পাবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন