Pages

Pages

বুধবার, ২৫ এপ্রিল, ২০১২

কম্পিউটারের গতি বৃদ্ধির পদ্ধতি..........

১.      প্রেস করুন উইন্ডোজ কী+R রান কমান্ড আসবে। লিখুন একটি একটি  করে
tree, prefetch, temp, %temp%, cookies, recent. এন্টার দিন। যে ফাইল গুলো আসবে তা
ডিলেট করুন।
setver.exe লিখে এন্টার দিন।
লিখুন msconfig এন্টার দিন। startup ক্লিক করে অপ্রয়োজনীয় সফটওয়ারের বাদ দিন।
২.      হাডর্ডিস্কের উপর মাউসের ডান ক্লিক করে ডিস্ক ক্লিনার দিয়ে ডিস্ক ক্লিন করুন।
৩.      search অপশনে গিয়ে লিখুন recent. তারপর যা পাবেন সব ডিলেট করে দিবেন।
৪.     ডেস্কটপ এর যেকোন স্হানে মাউস রেখে রাইট ক্লিক করে properties ক্লিক করুন।
তারপর setting এ ক্লিক করে16 bit সিলেক্ট করুন। বিশেষ করে এক্সপি অপারেটিং
সিস্টেমে।
৫.     মাই কম্পিউটারের উপর মাউসের রাইট ক্লিক করে প্রোপারটিজ ক্লিক করে এরর
রিপোর্টিং সিলেক্ট করে ডিজেবল করে দিন। বিশেষ করে এক্সপি অপারেটিং সিস্টেমে।
৬.     মাই কম্পিউটারের উপর মাউসের রাইট ক্লিক করে প্রোপারটিজ ক্লিক করে সিস্টেম
রিস্টোর সিলেক্ট করে সেটিং ক্লিক করে যে বক্সটি আসবে তা মাউস দিয়ে একদম
বামদিকে সরিয়ে ফেলুন। বিশেষ করে এক্সপি অপারেটিং সিস্টেমে।
৭.      মাই কম্পিউটারের উপর মাউসের রাইট ক্লিক করে প্রোপারটিজ ক্লিক করে
অটোআপডেট সিলেক্ট করে ডিসেবল করে দিন। বিশেষ করে এক্সপি অপারেটিং সিস্টেমে।

আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........
  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন