Pages

Pages

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

মনিটরের যত্ন নিন-জেনে নিন মনিটরের কমন দুটি সমস্যার সম্ভাব্য সমাধান.......

র্দীঘদিন ব্যবহারের ফলে মনিটরে অনেক সমস্যায়  কিছু কিছ  সমস্যা দেখা দেয় ।এরকমই দুটি সমস্যার সম্ভাব্য সমাধান দেয়া হলো।

মনিটরের পর্দা কাঁপা : অনেক সময় দেখা যায় মনিটরের পর্দা কাঁপছে,মনিটরের ছবি হঠাৎ চলে যায়।সাধারনত র্দীঘদিন ব্যবহারের ফলে এই সমস্যাটি দেখা দেয় ।এরকম হলে মনিটরের ব্যাক কভারটি সাবধানে খুলুন ।নরম ব্রাশ দিয়ে সর্তকতার সাথে মনিটরের ভেতরের ময়লা পরিস্কার করুন।পিকচার টিউবের কাচের তৈরী অংশটি হালকা ভাবে নরম টিস্যু পেপার দিয়ে মুছুন ।অভিজ্ঞ কোন ব্যক্তির কাছ থেকে এই কাজটি শিখে নিলে ভালো হবে ।
মনিটর বিবর্ন : অনেক সময় মনিটরের কালার,আলোর উজ্জলতা কমে যায়,মনিটেও গোলাপী আভা সৃষ্টি হয় ।ফলে ছবি অনেকটা বিবর্ন দেখা যায়।সাধারনত মনিটরের আশেপাশে Pz¤^K (ম্যাগনেটিক) আবহ তৈরী করার মতো উপাদান থাকলে এই সমস্যা দেখা দেয়।এজন্য মনিটরের খুব নিকটে স্পীকার,প্রিন্টার,স্ক্যানার ইত্যদি যন্ত্র থাকলে তা একটু দূরে সরিয়ে রাখুন এবং মনিটর পুনরায় সংযোগ করে দেখুন ।তাহলে আর Pz¤^K আবহের সমস্যা দেখা দেবে না ।
আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........

বি:দ্র: আমার এই টিপসটি ইতিপূর্বে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন