ইন্টারনেট এক্সপ্লোরারের গতিকে কিছুটা বাড়িয়ে নিন connections per server কে মডিফাই করে। কিভাবে করা যায় চলুন সেটা দেখি।
প্রথমে ক্লিক Start বাটন এবং regedit লিখুন Run অপশনে তারপর চাপ দিয়ে Enter করুন।
এরপর ধাপে ধাপে নিচের লেখা অনুসরণ করুন
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\InternetSettings
এবং ডান দিকের প্যানেল এ নতুন করে এই ভেলু গুলি তৈরি করুন “MaxConnectionsPerServer” and “MaxConnectionsPer1_0Server”.
ঠিক নিচের চিত্রের মত
ডান ক্লিক করে তৈরি করুন new DWORD value একটির নাম দিন MaxConnectionsPerServer ও অপরটি MaxConnectionsPer1_0Server এবং নতুন ভেলু তৈরি হয়ে গেলে ভেলু ডাটা ০ থাকলে তা মডিফাই করে ৬ করে দিন উভয়েরই ঠিক নিচের চিত্রের মত এবং OK করুন।
এবার registry editor বন্ধ করুন এবং পিসি রিস্টার্ট দিন। দেখুন আপনার পিসির ইন্টারনেট এক্সপ্লোরারের গতি অনেক গুন বেড়ে গেছে।
আশা করি কমেন্ট করবেন এবং লাইক দিবেন । ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন