Pages

Pages

বুধবার, ২৫ এপ্রিল, ২০১২

সেই ঐতিহাসিক ফোল্ডার.........

সেই ঐতিহাসিক ফোল্ডার যা সহজে ডিলিট হবে না; ফোল্ডারের নাম পরিবর্তন তো দূরের কথা। কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আনডিলিটেবল ফোল্ডার বানানো যায়।


১) প্রথমে Start মেনু থেকে Run এ যান,
২) তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ করুন।
৪) যেই ড্রাইভে আনডিলিটেবল ফোল্ডার তৈরি করতে চান সেই ড্রাইভের নাম লিখুন । যেমন F:
৫) Enter প্রেশ করুন।
৬) এবার লিখুন md এবং একটি স্পেস দিয়ে ১টি ব্যাক স্লাস দিন।
make Undeletable folder
৭) তার পর lpt1 লিখে ২টি ব্যাক স্লাস দিন
৮) Enter প্রেশ করুন।
*********************
হা হা এবার F ড্রাইভে গিয়ে দেখুন । lpt1 নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে যা ডিলিট করতে চাইলে নিচের  এই ম্যাসেজটি দেখাবে আর ডিলিট হবে না এবং রিনেইমও হবে না।
make undeletable folder
এইভাবে তৈরি করুন lpt1, lpt2, lpt3, lpt4, lpt5………………., com1, com2, com3………..ইত্যাদি নামে আরো অনেক আনডিলিটেবল ফোল্ডার।
 
আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)........... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন