Pages

Pages

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

মোবাইলে বাংলা ওয়েবসাইট পড়ার উপায়

অনেক দিন থেকে চিন্তা করছি মুবাইলে যদি বাংলা পত্রিকা পড়া যেত তাহলে কত না মজা হত! আজ সেটা খুজে পেয়েছি। তাই ভাবলাম বিষয়টা ব্লগে লিখে রাখি। মোবাইলে বাংলা ওয়েবসাইট পড়ার জন্য যা যা করতে হবে:

১. এই www.opera.com/mobile টিকানা থেকে opera mini browser ডাউনলোড করতে হবে।
২. opera চালু করার পর address bar এ opera:config লিখে এন্টার দিতে হবে।
৩. এবার use bitmap font এর no পরিবর্তে yes করে save করতে হবে। বেশ!
এবার নিশ্চিন্তে যে কোন বাংলা পড়তে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন