কম্পিউটারে পাওয়ার সুইচ চালু করার পর কিছু ইনডিকেটিং বীপ(মৃদু শব্দ)
দিয়ে থাকে, যার দ্বারা আপনি কম্পিউটারের কিছু বিষয়,সমস্যা বুঝে নিতে
পারেন।জেনে নিন কোন বীপ দিয়ে সাধারনত কি বোঝানো হয়-
*১টি বীপ: কেসিয়ের অভ্যন্তরীন হার্ডওয়্যারের সকল যন্ত্রাংশ সঠিকভাবে সংযুক্ত আছে।কম্পিউটার চালু হতে সমস্যা হলে হার্ডডিস্ক ড্রাইভ,সিডি রম ড্রাইভ ও মনিটরের সংযোগ চেক করুন।
*২,৩ ও ৪ টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে ram সঠিকভাবে স্লটে লাগানো আছে কি না খেয়াল করুন।প্রয়োজনে র্যামটি খুলে আবার লাগান।
*৫টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে মাদারবোর্ডের সকল কার্ড যথাযথভাবে সংযুক্ত আছে কি না খেয়াল করুন।
*৬টি বীপ: মাদারবোর্ডের সাথে কিবোর্ড সঠিকভাবে সংযুক্ত আছে কি না খেয়াল করুন।
*৭টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে প্রসেসরের সংযোগ যথাযথভাবে কাজ করছে কি না খেয়াল করুন।
*৮টি বীপ: ভিডিও যথাযথভাবে কাজ না করলে অথবা ভিডিওকার্ডের সংযোগে সমস্যা হলে সাধারনত ৮টি বীপ শোনা যায়।
*৯টি বীপ:এটি সাধারনত দেখা যায় না।এটি দিয়ে সাধারনত মাদারবোর্ডের বায়োসের গুরুতর সমস্যা বোঝানো হয়।
*১০: এটি দিয়ে সাধারনত মাদারবোর্ডের CMOS Chip অকার্যকর বোঝানো হয়।
তবে এসব বীপ বোঝার জন্য আপনার পিসিতে ইন্টারনাল স্পীকার থাকতে হবে।কিছু কিছু মাদারবোর্ডে ইন্টারনাল স্পীকার বিল্ট ইন থাকে।কিছু কিছু মাদারবোর্ডে এটি আলাদাভাবে লাগিয়ে নিতে হয়।
আশা করি কমেন্ট করবেন এবং লাইক দিবেন । ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........
*১টি বীপ: কেসিয়ের অভ্যন্তরীন হার্ডওয়্যারের সকল যন্ত্রাংশ সঠিকভাবে সংযুক্ত আছে।কম্পিউটার চালু হতে সমস্যা হলে হার্ডডিস্ক ড্রাইভ,সিডি রম ড্রাইভ ও মনিটরের সংযোগ চেক করুন।
*২,৩ ও ৪ টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে ram সঠিকভাবে স্লটে লাগানো আছে কি না খেয়াল করুন।প্রয়োজনে র্যামটি খুলে আবার লাগান।
*৫টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে মাদারবোর্ডের সকল কার্ড যথাযথভাবে সংযুক্ত আছে কি না খেয়াল করুন।
*৬টি বীপ: মাদারবোর্ডের সাথে কিবোর্ড সঠিকভাবে সংযুক্ত আছে কি না খেয়াল করুন।
*৭টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে প্রসেসরের সংযোগ যথাযথভাবে কাজ করছে কি না খেয়াল করুন।
*৮টি বীপ: ভিডিও যথাযথভাবে কাজ না করলে অথবা ভিডিওকার্ডের সংযোগে সমস্যা হলে সাধারনত ৮টি বীপ শোনা যায়।
*৯টি বীপ:এটি সাধারনত দেখা যায় না।এটি দিয়ে সাধারনত মাদারবোর্ডের বায়োসের গুরুতর সমস্যা বোঝানো হয়।
*১০: এটি দিয়ে সাধারনত মাদারবোর্ডের CMOS Chip অকার্যকর বোঝানো হয়।
তবে এসব বীপ বোঝার জন্য আপনার পিসিতে ইন্টারনাল স্পীকার থাকতে হবে।কিছু কিছু মাদারবোর্ডে ইন্টারনাল স্পীকার বিল্ট ইন থাকে।কিছু কিছু মাদারবোর্ডে এটি আলাদাভাবে লাগিয়ে নিতে হয়।
আশা করি কমেন্ট করবেন এবং লাইক দিবেন । ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন