Pages

Pages

বুধবার, ২৫ এপ্রিল, ২০১২

যে কোন ও প্রোগ্রাম ওপেন করুন কিবোড দিয়ে,তাও আবার Shortcut Key, মাউস ছাড়া,খুজে বের করতে হবে না.....

আমি বেশী কিছু পারী না কিন্তু যা পারী তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবার কাজের কথায় আসি।

আমাদের সবারই প্রতিদিন অনেক ধরনের প্রোগ্রাম ওপেন করতে হয়। কিন্তু কেউ Start>All Programs> গিয়ে খুজতে হয় বা কেউ Desktop এ সটকাট রেখে কাজ করি। কিন্তু এখন আর  Desktop এরেখে Desktop ভরে রাখা লাগবে না এবং Start>All Programs> গিয়েও খুজতে হবে না।
এজন্য যা করতে হবে।

১। Start>All Programs> গিয়ে যে প্রোগ্রামটি কিবোডের মাধ্যমে সটকাট ব্যবহার করতে চান সেই ফাইটির যেটা রান হয় সেটার Properties এ যান,
যেমন:- দরুন Easy File Locker, Shortcut Key ব্যবহার করব তো এটার রান হয় যেটা


২। আপনি কিবোডের যে চাবিটা দিয়ে ওপেন করবেন সেই চাবিটা এখানে দিন



এবং Apply> Ok দিয়ে বেরিয়ে আসুন। “Ctrl+Alt+আপনি যেচাবিটা দিয়েছেন”,তারপর দেখুন ওপেন হয়েছে কিনা।

আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন