Pages

Pages

বুধবার, ২৫ এপ্রিল, ২০১২

মিনি টিপস:ডেস্কটপে তৈরী করুন Shutdown shortcut...........

আজ মিনি টিপস নিয়ে আমি হাজির হয়েছি।টিপস টি হলো কিভাবে ডেস্কটপ এ Shutdown শর্টকাট তৈরী করা যায়।কথা না বারিয়ে নিম্নে নিয়ম টি দেয়া হলো।
১.প্রথমে ডেস্কটপের খালি কোন জায়গায় মাউস এর রাইট ক্লিক করে একটি Shortcut ক্লিক করেন,
২. shutdown -s -t 0 লিখে Next দিন.
৩. Finish দিন,
৪. কম্পিউটার এর ডেস্কটপে shutdown নামে একটা শর্টকাট তৈরী হবে,
৫. shutdown এ রাইট মাউস ক্লিক করে Properties এ যান,
৬. change icon এ ক্লিক করুন এবং
৭. ok দিয়ে ইচ্ছা মত আইকন নিন এবং ok দিন,
৮. আবার ok দিন।
এবার দেখবেন ডেস্কটপের shutdown শর্টকাটটি তৈরী হয়ে গেছে। এখন আপনি জানেন কিভাবে কম্পিউটার বন্ধ করতে হবে।
আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন