Pages

Pages

সোমবার, ২৮ মে, ২০১২

মাত্র 25 টাকায় 3 দিন Unlimited Internet ব্যবহার করুন....

যারা গ্রামীনফোন সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তারা এই সুবিধা উপভোগ করতে পারবেন।
এই পদ্ধতির জন্য যা যা লাগবে-
গ্রামীনফোনের একটা প্রিপেইড় সিম।
একটি জাভা মোবাইল। যেমন-Nokia, Samsung, Motorola Etc
সেট এ সিম লাগিয়ে ১২১ এ কল দিয়ে ৩ টি Internet configuration (Gp-wap, Gp internet, Gp sms) এবং P1 serviceচালু করে নিতে হবে। আগে করা থাকলেও হবে।
আপনার সিম এ ৪০ টাকা থাকতে হবে। Service চালু হলে ২৫ টাকা কাটবে।
মোবাইল এর internet settings এ Gp-wap একটিভ করে নিন।
তারপর মোবাইল এর Message অপশন এ গিয়ে লিখুন Backup এবং send করুন 6000 এ। ফিরতি এসএমএস
এ একটি লিংক দিবে ।
লিংক এ ঢুকলে এক্তু নিচে লিখা থাকবে Change Password Click Here এখানে ক্লিক করে Password পরিবর্তন করতে হবে।প্রথমে New Password এর ঘরে A-Z এর মধ্যে বড় হাতের একটি অক্ষর দিন। তারপর 1-9 মধ্যে থেকে একটি সংখ্যা , তারপর A-Z এর মধ্যে থেকে ৬ টি ছোট হাতের যেকোনো অক্ষর বসিয়ে দিন।
একইভাবে Confirm password এর ঘরে আগের মত বসিয়ে দিন।
তারপর Submit এ ক্লিক করুন।
সাবমিট হওয়ার সাথে সাথে নতুন পেজ ওপেন হলে মোবাইল এর লাল বোতাম চেপে কেতে বের হয়ে আসুন।
সাথে সাথে আপনার মোবাইল এ ৩ টি নতুন এসএমএস আসবে।
এসএমএস ওপেন করে দেখুন ৩ দিনের Internet Activision সম্পর্কে জানানো হয়েছে।
এরপর এটিকে মোডেম হিসেবে ব্যবহার করে দেখুন Balance কাটবে না।

( সংগ্রহীত পোষ্ট )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন