আপনাদের উপকারে আসবে এমন একটি সফটওয়্যার নিয়ে আমি আপনাদের কাছে হাজির হইয়াছি। only ৬০০ কে.বি.(600 KB) এই সফটওয়্যারটি।সফটওয়্যারটির নাম হচ্ছে Mozilla Optimizer 1.6.3 । এটি দ্বারা আপনি একটি ক্লিক করে মজিলা ফায়ারফক্স net speed বাড়াতে পারবেন।
সফটওয়্যারটির সুবিধা এক ঝলক দেখে নিন :
১/ মজিলা ফায়ারফক্স অপটিমাইজ করা।
২/ Netscape অপটিমাইজ করা।
৩/ মজিলা Firebird অপটিমাইজ করা।
৪/ Boost অপটিমাইজ করা।
৫/ পেজ loading অপটিমাইজ করা।
৬/ User Defind সুবিধা।
৭/ apply এবং remove করা ।
Software টি প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন।
অথবা, Direct link– http://www.mediafire.com/?da1w834e93ii6oi
এখন আসুন দেখি কিভাবে সফটওয়্যার টি দ্বারা কাজ করা সম্ভব—–
ডাউনলোড করে সফটওয়্যারটি winar বা, 7zip দ্বারা Extrat করে নিন
Mozilla Optimizer.exe তে ক্লিক করে open করুন । open করলে নিচের মত উইন্ডো ওপেন হবে…..
➨এখন, পাশের ছবির মত নিচের কাজগুলো করুন…
১/ Browser Selection-এ Mozilla Firefox/ Mozilla Firebird এর বক্স চেক দিন
২/ Actions-এ Boost/Optimize pageloading-এ বক্সে চেক দিন এবং নিচের বক্স ফাঁকা রাখুন ।
৩/ Mode-এ Apply চেক দিয়ে নিচে APPLY বাটনে ক্লিক করুন ।
ব্যাস! আপনার কাজ শেষ। আপনার Mozilla Firefox Browser Optimize হয়ে গেছে।