Pages

Pages

শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

ইন্টারনেটের গতি বৃদ্ধির সহজ উপায়...


আপনাদের উপকারে আসবে এমন একটি সফটওয়্যার নিয়ে আমি আপনাদের কাছে হাজির হইয়াছি। only ৬০০ কে.বি.(600 KB) এই  সফটওয়্যারটি।সফটওয়্যারটির নাম হচ্ছে Mozilla Optimizer 1.6.3 । এটি দ্বারা আপনি একটি ক্লিক করে  মজিলা ফায়ারফক্স net speed বাড়াতে পারবেন।
 সফটওয়্যারটির সুবিধা এক ঝলক দেখে নিন :
 ১/ মজিলা ফায়ারফক্স অপটিমাইজ করা।
২/ Netscape অপটিমাইজ করা।
৩/ মজিলা Firebird অপটিমাইজ করা।

৪/ Boost অপটিমাইজ করা।
৫/ পেজ loading অপটিমাইজ করা।
৬/ User Defind সুবিধা।
৭/ apply এবং remove করা ।

Software টি  প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন।

অথবা, Direct link– http://www.mediafire.com/?da1w834e93ii6oi

এখন আসুন দেখি কিভাবে সফটওয়্যার টি দ্বারা কাজ করা সম্ভব—–

ডাউনলোড করে সফটওয়্যারটি winar বা, 7zip দ্বারা Extrat করে নিন

Mozilla Optimizer.exe তে ক্লিক করে open করুন । open করলে নিচের মত উইন্ডো ওপেন হবে…..


এখন, পাশের ছবির মত নিচের কাজগুলো করুন…
 ১/ Browser Selection-এ Mozilla Firefox/ Mozilla Firebird এর বক্স চেক দিন
 ২/ Actions-এ Boost/Optimize pageloading-এ বক্সে চেক দিন এবং নিচের বক্স ফাঁকা রাখুন ।
 ৩/ Mode-এ Apply চেক দিয়ে নিচে APPLY বাটনে ক্লিক করুন ।

 ব্যাস! আপনার কাজ শেষ। আপনার Mozilla Firefox Browser Optimize হয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন