কিবোর্ড অচল করার কমন একটি ভাইরাস থেকে পরিত্রানের উপায়,নিজে নিজেই দূর করুন ভাইরাস...........

আজকে আপনাদের আমি কমন একটি ভাইরাস থেকে নিজে নিজেই পরিত্রানের পথ বলে দেবো।বিশেষ করে নতুন ব্যবহারকারীরা এই ভাইরাসে নাকানি চুবানি বেশী খায় ।কারন এটি আক্রমন করলে প্রথমেই কিবোর্ড অচল করে দেয় ।

ফলে অনেকেই ভাবে কিবোর্ডটি বুঝি নষ্ট হয়ে গেলো ! আবার অনেকেই যায় সার্ভিস সেন্টারে….ফলে টাকাও খরচ হয় L
তাহলে কথা না বাড়িয়ে শুরু করি ।
ট্রোজন হর্স সিরিজের ভয়াবহ ভাইরাস হচ্ছে Trojan.Win32.VB.dsu

এই ভাইরাস পিসিতে acdsee.exe নামে লুকিয়ে থাকে। acdsee.exe  ভাইরাসে আক্রান্ত হলে কিবোর্ড অচল হয়ে যায় ।এর ফলে আমরা অনেক সময় ঘাবড়ে যাই ।তখন নতুন করে উইন্ডোজ সেট্আপ দিয়ে পরিত্রানের চেষ্টা করি । তবে উইন্ডোজ সেটআপ ছাড়াও জটিল এই ভাইরাসটি দমন করা যায় ।আজকে আপনাদের সেই পদ্ধতিটিউ বলবো
সবার আগে  C:\WINDOWS\system32, যদি C: যদি সি ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা থাকে উইন্ডোজ ইনস্টল করা থাকে) ফোল্ডারে যান-

উক্ত ফোল্ডার থেকে sethc.exe ফাইলটি আলাদা জায়াগায় সেভ করে রাখুন
এরপর  cmd.exe ফাইলটি সেভ করুন আলাদা জায়গায় এবং উক্ত ফাইলটি  sethc.exe নাম দিয়ে রিনেম করে system32 ফোল্ডারে পেস্ট করুন।এরপর সাথে সাথে উইন্ডোজ থেকে লগআউট করুন ।
পরবর্তী ধাপে ৫ বার Shift কী চেপে command চালু করুন। কমান্ড অপশনে regedit.exe লিখে enter চেপে রেজিস্ট্রি এডিটর খুলুন -

রেজিস্ট্রি এডিটর থেকে যথাক্রমে এই অপশনে যান- HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\ShellNoRoam\MUICache, এখান থেকে C:\Windows\help\services.exe নামের স্ট্রিং ভ্যালুট মুছে ফেলুন।
অত:পর  HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon অপশনে যান। এখান থেকে Shell স্ট্রিং ভ্যালুর উপরে মাউসের ডাবল  ক্লিক করুন। এখানে Value Data অংশে Explorer.exe  অংশটুকু রেখে ডানের সব  তথ্য মুছুন।রেজিস্ট্রি এডিটর থেকে বের হয়ে আসুন ।
এখন উইন্ডোজ লগইন করে  সেভ করা sethc.exe  মুল ফাইলটি  system32 ফোল্ডারে কপি পেস্ট করুন।
এখন কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখুন কিবোর্ড আবার আগের মতো সচল হয়ে গেছে ।

আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........
Share this article :

Introduction

Recent Posts

Email Me

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. প্রযুক্তির ছোঁয়া - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger