উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ ৭ এর স্টার্ট মেনুতে রান যোগ করুন...

উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ ৭ এর স্টার্ট
মেনুতে রান অপশনটি নেই কিন্তু অনেক কাজেই রান
মেনু ব্যবহার করতে হয় । তাই স্টার্ট মেনুতে রান
যোগ করতে চাইলে নিচের নিয়ম অনুসরণ করুন ।

প্রথমে রান ওপেন করুন । রান ওপেন করতে উইন্ডোজ
লোগো কী প্রেস করে ধরে রেখে R প্রেস করতে হবে । এবার রান এ gpedit.msc লিখে এন্টার করুন । এখন User Configuration > Administrator Templates > Start Menu and Taskbar এ গিয়ে ডান পাশের মেনুগুলো থেকে Add the Run command to the Start Menu অপশন এ ডান ক্লিক করে Properties এ যান ও Enable করে Ok করে বের হয়ে আসুন ।

আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।

লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)........... 
Share this article :

Introduction

Recent Posts

Email Me

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. প্রযুক্তির ছোঁয়া - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger