ভাইরাসের কারনে উইন্ডোজ সেটাপ দেয়ার আগে একবার এটা দেখে নিন, কাজে লাগতেও পারে



ভাইরাস কে চিনিনা এমন মানুষ খুব কম ই আছে। ভাইরাস এর কারনে pc র অনেক সমস্যা হয়ে থাকে । এর মধ্যে সবচেয়ে বেশী যে সমস্যা যেটা হয় তা হল কিছু দিন পর পর ই pc তে windows সেটআপ দিতে হয়। তাই এটা থেকে মুক্তির একটা ছোটো tips  আপনাদের সাথে share করছি । windows সেটআপ দেবার আগে এই টিপস টি একটু পরখ করে নিন । কাজে লাগতেও পারে। ভাইরাসের কারনে যদি আপনার কম্পিউটারের কোন সিস্টেম ফাইল নষ্ট হয়ে যায়, তখন উইন্ডোজ চলতে বাধাগ্রস্হ হয় এবং আপনার যদি অরিজিনাল উইন্ডোজ ফাইলগুলিকে ফিরিয়ে আনা দরকার হয়ে পড়ে ।এজন্নে আপনি প্রথম এ start মেনু তে যান । এইবার টাইপ করুন run । এইবার run মেনু তে টাইপ করুন sfc /scannow। এখন windows xp ডিস্ক ঢুকান।
উইন্ডোজ সব ফাইলগুলি কে চেক করবে (মিসিং, করাপ্টেড ইত্যাদি) এবং সেগুলিকে অরিজিনাল ফাইল দিয়ে রিপ্লেস করবে। কাজেই আপনার উইন্ডোজ আবার ফ্রেশ বা ক্লীন হয়ে যাবে (আশা করা যায়)
আপনার pc ফরম্যাট দেবার দরকার হলে আগে এই টিপস টি একটু দেখে নিবেন।


আশা করি কমেন্ট করবেন এবং লাইক দিবেন । ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........
Share this article :

Introduction

Recent Posts

Email Me

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. প্রযুক্তির ছোঁয়া - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger