কম্পিউটার হ্যাং হয় যেসব কারনে.............

কম্পিউটার হ্যাং  হয় বিভিন্ন কারণে…নিচে তা আলোচনা করা হলো…...

কম্পিউটার RAM পরিমাণ কম হলেঃ- আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা সম্পন্ন হয় কম্পিউটার RAM অঞ্চলে। আর এই RAM’র পরিমাণ কম হলে কম্পিউটার ঠিকমত কাজ করতে পারে না। এবং কম্পিউটারে হ্যাং ধরে।
কম্পিউটারের প্রসেসরের মান ভাল না হলেঃ- কম্পিউটারের কাজ করার পরিমাণ নির্ণয় করে কম্পিউটারের প্রসেসর। আর প্রসেসরের মান ভাল না হলে কম্পিউটার হ্যাং  হওয়াটাই স্বাভাবিক।
কম্পিউটার হার্ডডিক্স এর সংযোগ ঠিকমত না হলেঃ- কম্পিউটারের হার্ডডিক্স এর সংযোগ সঠিক না হলে হঠাৎ কম্পিউটার হ্যাঙ্ হতে পারে।
অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলেঃ- এছাড়া অন্য কোনো হার্ডওয়্যার সংযোগ অথবা হার্ডওয়্যারে সমস্যা থাকলে কম্পিউটার হ্যাঙ্ হতে পারে।
কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলেঃ- সাধারণত এই কারণেই কম্পিউটারে বেশী হ্যাঙ্ হয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে কম্পিউটার প্রায়ই হ্যাঙ্ হয়।
প্রসেসরের সংযোগ ঠিকমত না হলেঃ- কম্পিউটারের প্রসেসরের সংযোগ ঠিকমত না হলে কম্পিউটার হঠাৎ করে হ্যাঙ্ হতে পারে।এমনকি এর জন্য।কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরেও ঠিক নাও হতে পারে। কেননা কম্পিউটারের সকল কাজ করে থাকে প্রসেসর।
অপারেটিং সিস্টেমে ত্রুটি থাকলেঃ- অপারেটং সিস্টেমে ত্রুটি বলতে কোনো সিস্টেম ফাইল কেটে যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে।
হাই গ্রাফিক্স সম্পন্ন সফটওয়্যার ব্যাবহার করলেঃ- কম্পিউটার গেইম এর পাশাপাশি কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো খুব উচ্চ গ্রাফিক্স সম্পন্ন। যা সাধারণ কম RAM ও কম প্রসেসরের ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে চালনা করলে কম্পিউটার হ্যাঙ্ হয়।
কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলেঃ- এই বিষয়ে আমি এই পোষ্ট এ বলেছিলাম। কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে ঐ সব ফাইল নিয়ে কাজ করতে কম্পিউটারের অনেক বেশী সময় লাগে। যার করণে কম্পিউটার হ্যাঙ্ হয়।
অনেক প্রোগ্রাম একসাথে চালু করলেঃ- হ্যাঁ এটার কারণে সবচেয়ে বেশী কম্পিউটার হ্যাঙ্ হয়। মনে করেন আপনার কম্পিউটার RAM এর পরিমাণ ১২৮ কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে RAM হওয়াটাই স্বাভাবিক। কেননা তখন কম্পিউটার RAM ফুল হয়ে যাবে।
হাই গ্রাফিক্স সম্পন্ন গেম চালালেঃ- আপনার কম্পিউটার RAM যদি কম হয় কিন্তু আপনি যদি হাই গ্রাফিক্স সম্পন্ন গেম চালান তাহলে কম্পিউটার হ্যাঙ্ হয়ে থাকে।কেননা তখন RAM সম্পূর্ণ লোড হয়ে যায়।
কম্পিউটারে অতি উচ্চ মানের এন্টিভাইরাস ব্যবহার করলেঃ- হ্যা আমরা ভাইরাস হতে মুক্তি লাভের আশায় এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু অনেক সময় কম্পিউটারের মানের কথা না ভেবেই উচ্চ ক্ষমতা ও উচ্চ মানের এন্টিভাইরাস ব্যবহার করে থাকি যার কারণে কম্পিউটার হ্যাং হয়।

আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)........... 
Share this article :

Introduction

Recent Posts

Email Me

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. প্রযুক্তির ছোঁয়া - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger