Pages

Pages

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

জনপ্রিয় কিছু এন্টিভাইরাসের অফলাইনে আপডেট

                                                 

আমরা অনেকেই নিত্য নতুন ভাইরাস দ্বারা আক্রান্ত হই।কম্পিউটারকে ভাইরাস হাত থেকে রক্ষা করার জন্য নানা রকম এন্টিভাইরাস ব্যবহার করি।কিন্তু যখন এন্টিভাইরাস ও হার মানে তখন নিরুপায় হয়ে কম্পুকে সেটআপ দেয়া লাগে নইলে সব ড্রাইভ ফরমেট দেয়া লাগে।এতে করে আপনি আপনার প্রয়োজনীয় অনেক ফাইল ও হারিয়ে ফেলেন।


অনেকে আছেন যারা মাঝে মাঝে নেটে বিচরণ করেন।তারা ও অনেকেই কিছু এন্টিভাইরাসে আপডেট ফাইল সার্চ করেন।বিশেষ করে এভাস্টের ইউজাররা।
তাই আপনাদের সাথে শেয়ার করলাম কিছু এন্টিভাইরাসের অফলাইন আপডেট ফাইল।এসব আপডেট ফাইল ঐ সকল এন্টিভাইরাসের ওয়েবসাইট থেকে সংগৃহীত।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন