আমরা অনেকেই নিত্য নতুন ভাইরাস দ্বারা আক্রান্ত হই।কম্পিউটারকে ভাইরাস হাত থেকে রক্ষা করার জন্য নানা রকম এন্টিভাইরাস ব্যবহার করি।কিন্তু যখন এন্টিভাইরাস ও হার মানে তখন নিরুপায় হয়ে কম্পুকে সেটআপ দেয়া লাগে নইলে সব ড্রাইভ ফরমেট দেয়া লাগে।এতে করে আপনি আপনার প্রয়োজনীয় অনেক ফাইল ও হারিয়ে ফেলেন।
অনেকে আছেন যারা মাঝে মাঝে নেটে বিচরণ করেন।তারা ও অনেকেই কিছু এন্টিভাইরাসে আপডেট ফাইল সার্চ করেন।বিশেষ করে এভাস্টের ইউজাররা।
তাই আপনাদের সাথে শেয়ার করলাম কিছু এন্টিভাইরাসের অফলাইন আপডেট ফাইল।এসব আপডেট ফাইল ঐ সকল এন্টিভাইরাসের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
১. এভাস্ট
২. এভিজি
৩. ম্যাকাফি
৫. ক্যাসপারস্কি
৭. এভিরা
১০. এফ-সিকিউর