কম্পিউটার কিনেছেন কত তারিখে তা মনে নেই ! তো কোন সমস্যা নেই। এবার কম্পিউটারকেই জিঞ্জাসা করুন কবে তাকে কিনে এনেছিলেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি তার সারমর্ম হল এই যে, কোন কম্পিউটার কয় তারিখে ক্রয় করা হয়েছিল তার ডেট জানা। আমরা অনেকেই কম্পিউটার কেনার ডেটটি ভুলে যাই। কিন’ অনেক সময় ডেটটির খুবই দরকার পড়ে। তো তা কোন সফট্‌ওয়ার ছাড়াই কম্পিউটার-এর মাধ্যমে জানা যায়। কিভাবে জানা যায় এবার তা দেখুন।

প্রথমে যান—
Start
All Program
Accessories
System Tools
System Information— ক্লিক দিন। তারপর একটি ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের BIOS version/Date -এ দেখুন। ব্যাস ওকে।

উইন্ডোজ-সেভেনের ক্ষেত্রে- Control Panel\All Control Panel Items\Performance Information and Tools\Advanced Tools – থেকে  View Advanced System Details in System information এ ক্লিক করলেই সব তথ্য পেয়ে যাবেন।
সুবিধার জন্য স্ক্রিনসর্ট দিলাম।

THEN

সবাই ভাল থাকবেন,আবার আসব।
Share this article :

Introduction

Recent Posts

Email Me

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. প্রযুক্তির ছোঁয়া - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger