এখন মোবাইল ফোন দিয়েই নিয়ন্ত্রন করুন আপনার কম্পিউটার। মোবাইল ফোন হোক কিবোর্ড ও মাউসের বিকল্প............

আপনার যে কোন জাভা সমর্থিত এবং একই সাথে ব্লুটুথ যুক্ত মোবাইল ফোন (অবশ্য ব্লুটুথ ছাড়াও অন্য ব্যাবস্হা আছে) দিয়েই আপনি খুব সহজে আপনার পিসিকে নিয়ন্ত্রন করতে পারেন। এটি হতে পারে আপনার পিসির মাউস ও কিবোর্ডের বিকল্প। এই কাজের জন্য আপনাকে কয়েকটা ধাপ অনুসরন করে পুরো কাজটি সম্পন্ন করতে হবে। সম্পূর্ন কাজটি করতে মাত্র কয়েক মিনিট সময় খরচ হবে এবং এর সাহায্যে আপনি পিসির মোটামুটি সব কাজ করতে পারবেন (অবশ্য এটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে)। এবং অবশ্যই আপনার পিসিতে ব্লুটুথ থাকতে হবে।


প্রথমেই আপনি এই  লিংক থেকে মাত্র ২.০৪ মেগাবাইটের এই সফটওয়ার টির একটা জিপ ফাইল সংগ্রহ করে এটি আনজিপ করে নিন এবার এটির *.exe ফাইলটি আপনার পিসিতে ইনস্টল করুন। জিপ ফাইলটির ভিতরে আরও ২টা *.jar ফাইল পাবেন। এর যেকোন ১টিকে আপনার মোবাইলে ইনস্টল করে নিন (যেটি আপনার মোবাইলে সাপোর্ট করে)।
এখন আপনার পিসির সাখে মোবাইল ব্লুটুথ দিয়ে সংযুক্ত করুন। এবার পিসি থেকে নিচের মত সফটওয়ারটি ওপেন করুন।

select phone বাটনে ক্লিক করে আপনার মোবাইল ডিভাইস কানেক্ট করুন। এবং Finish তারপর ok করুন।

Applications বাটনে গিয়ে দেখে নিতে পারেন কোন কোন Application গুলো কন্ট্রোল করবেন।

আপনি Edit ,New এসবের সাহায্যে Application গুলো কাস্টমাইজ করে নিতে পারেন।
এখন আপনার মোবাইলে ইনস্টল করা সফটওয়ার টি ওপেন করুন

ঠিক উপরের মত। এবার আপনি ব্লুটুথের রেঞ্জের মধ্যে থেকে মোবাইল দিয়ে নিয়ন্ত্রন করুন আপনার কম্পিউটারকে ।

আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........

Share this article :

Introduction

Recent Posts

Email Me

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. প্রযুক্তির ছোঁয়া - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger