Pages

Pages

রবিবার, ২২ এপ্রিল, ২০১২

ফোল্ডারের সব তথ্য দেখবেন?

কোন ফোল্ডারের উপর মাউস পয়েন্টার রাখলে সেই ফোল্ডারের সব তথ্য ( আকার, ভেতরের ফাইল ) দেখায়। আপনি ইচ্ছা করলে এই ফোল্ডারের উপর মাউস ধরলে আপনার লেখা মন্তব্য দেখাবে যা অনেক সময় কাজে লাগে। এজন্য এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।


এবার যে কোন ফোল্ডারের উপর মাউসের ডান ক্লিক করলে … Add Comment ক্লিক করুন তাহলে একটি টেক্সট বক্স আসবে , যেখানে আপনি আপনার মন্তব্য মন্তব্য লিখে এন্টার করলে তা যুক্ত হয়ে যাবে। এরপর সেই ফোল্ডারের উপর মাউস ধরলে সেই মন্তব্য দেখাবে ।
বিঃদ্রঃ হয়তো এটা windows 7 কাজ নাও করতে পারে
সবাইকে  ধন্যবাদ।

এস.জি.বাপ্পী...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন