Pages

Pages

রবিবার, ২২ এপ্রিল, ২০১২

আর নয় পাওয়ার বাটন, এবার কম্পিউটার চালু হোক কিবোর্ড দিয়ে।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাওয়ার বাটন বাদ দিয়ে কিবোর্ড দিয়ে কিভাবে কম্পিউটার চালু করবেন
 বন্ধুরা,অনেক সময় পাওয়ার বাটন বেশি চাপার ফলে তা নষ্ট হয়ে যায়ফলে অনেক সময় কেসিংও বাদ দিতে হয়আর যাতে এই সমস্যা না হয় সেজন্য কিবোর্ড দিয়ে কম্পিউটার চালু করার অপশনটি জেনে নিন
এজন্য প্রথমে কম্পিউটার রিস্টার্ট দিনতারপর Del/F2 বাটন চাপতে থাকুন যতক্ষন পর্যন- মাদারবোর্ডের বায়োস সেটিং না আসেতারপর বায়োস সেটিং এলে অপশনটি খুজতে থাকুনঅপশনটি সাধারণত Power on by key board/PS2 keyboard power নামে থাকেবেশি সম্ভব এটি মাদারবোর্ডের পাওয়ার/এডভান্স অপশন-এ থাকেতবে অনেক মাদারবোর্ডে এই অপশনটি নাও থাকতে পারেআমার মাদারবোর্ড এসরোকএটিতে অপশনটি আছেগিগাবাইট মাদারবোর্ডে এটি নিশ্চিত থাকেতবে আপনার মাদারবোডটি যে ব্যান্ডেরই হোকনা কেন,খুজে দেখুন পেতে পারেন
কিভাবে করবেন তা নিছের স্ক্রিনসর্ট দেখে শিখুন
প্রথমে অপশনটি ওকে করুন—

তারপর ওকে করুনএতে এনি কি কিংবা সিলেক্ট করা কিও থাকতে পারে

তারপর

ওকে দিয়া সেভ করে কম্পিউটার ছালু করুন।

এস.জি.বাপ্পী...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন