ব্লগ সাইট দেখতে সমস্যা?


আমরা অনেকেই বিভিন্ন ব্লগ ভিজিট করি।অনেক সময় নিজের ব্লগে নিজেই ঢুকতে পারিনা।অবশ্য আমার দেখায় শুধু জিপি ইউজাররাই এই সমস্যার পড়েন।এর জন্য একটা সমাধান খুঁজে বের করেছি একটা মোবাইল সম্পর্কিত সাইট থেকে।আপনাদের সাথে আজ আমি তাই শেয়ার করব।
আপনি যদি ইন্টারনেট  ডায়াল-আপ মডেম বা পিসি সুইট দিয়ে ব্যবহার করেন তাতেও এটা কাজ করবে।
পথমে Control Panel থেকে Network Connection এ যেয়ে আপনার একটিভ কানেকশনটির Properties এ যান।
Networking ট্যাব এ যেয়ে Internet Protocol (TCP/IP) মার্ক করে Properties এ যান।General থেকে Use the following DNS server addresses  মার্ক করে Preferred DNS server এ  4.2.2.8 এবং Alternate DNS server এ  4.2.2.5 লিখে OK করে বের হয়ে আসুন।এবার ইন্টারনেট রি-কানেক্ট করুন।দেখুন ইচ্ছেমত ব্লগ।ধন্যবাদ।
আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।

লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)........... 
Share this article :

Introduction

Recent Posts

Email Me

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. প্রযুক্তির ছোঁয়া - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger