আপনার পার্সোনাল কম্পিউটার অন্য কেউ ব্যবহার করে? কিন্তু আপনি চাচ্ছেন
না আপনার হার্ডডিস্কে কি আছে অন্যরা তা জানুক বা দেখুক। এর জন্য আপনি হয়তো
কোন সফটওয়্যার ব্যবহার করেন, কিন্তু যদি আপনি এত সব ঝামেলা বা টেনশন না করে
পুরো ড্রাইভকেই লুকিয়ে রাখতে পারেন? এর জন্য আপনাকে শুধু আপনার
কম্পিউটারের গ্রুপ পলিসীতেহ সামান্য পরিবতর্ন আনতে হবে। সে জন্য আপনাকে
নিচের পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে।
Click Start
Click Run
Run Dialogue Box আসেব।
Run Dialogue Box-এ টাইপ ক ন gpedit.msc
Group Policy Window আসেব।
Local Computer Policy থেক User Configuration-এ ক্লিক করেত হেব।
এর পর ডান পাশের Administrative Template-এ ডাবল ক্লিক করেত হেব।
এর পর Windows Components-এ ডাবল ক্লিক করেত হেব।
এর পর Windows Explorer-এ ডাবল ক্লিক করেত হেব।
এর পর Setting থেকে “Hide these specific drives in My computer”-এ ক্লিক করেত হেব।
Windows Explorer লেখার নিচে Display Properties-এ ক্লিক করেত হেব।
Hide these specific drives in My computer ডায়ালগ বক্স আসেব।
Setting- থেক Enabled সিলেক্ট করেত হেব।
Pick One of the following combinations-এর ড্রপ ডাইন বাটন থেকে আপনি যে ড্রাইভ টিকে হাইড বা লুকায়িত করতে চান তা Select করতে হবে। (Restrict All Drives সিলেক্ট করলে হার্ড ডিস্ক-এর সকল Drive হাইড বা লুয়ে যাবে)
এর পর Apply-এ ক্লিক করে Ok তে ক্লিক করতে হবে।
আর সকল ড্রাইভ পুনরায় Unhide বা দৃশত করেত চাইেল উপেরর সব কমান্ড একই ভাবে ব্যবহার করে যেখানে Enable সিলেক্ট করেছিলেন সেখানে Enable সিলেক্ট না করে Not Configured সিলেক্ট করতে হবে। তারপর Apply-এ ক্লিক করে Ok তে ক্লিক করতে হবে।
আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........
Click Start
Click Run
Run Dialogue Box আসেব।
Run Dialogue Box-এ টাইপ ক ন gpedit.msc
Group Policy Window আসেব।
Local Computer Policy থেক User Configuration-এ ক্লিক করেত হেব।
এর পর ডান পাশের Administrative Template-এ ডাবল ক্লিক করেত হেব।
এর পর Windows Components-এ ডাবল ক্লিক করেত হেব।
এর পর Windows Explorer-এ ডাবল ক্লিক করেত হেব।
এর পর Setting থেকে “Hide these specific drives in My computer”-এ ক্লিক করেত হেব।
Windows Explorer লেখার নিচে Display Properties-এ ক্লিক করেত হেব।
Hide these specific drives in My computer ডায়ালগ বক্স আসেব।
Setting- থেক Enabled সিলেক্ট করেত হেব।
Pick One of the following combinations-এর ড্রপ ডাইন বাটন থেকে আপনি যে ড্রাইভ টিকে হাইড বা লুকায়িত করতে চান তা Select করতে হবে। (Restrict All Drives সিলেক্ট করলে হার্ড ডিস্ক-এর সকল Drive হাইড বা লুয়ে যাবে)
এর পর Apply-এ ক্লিক করে Ok তে ক্লিক করতে হবে।
আর সকল ড্রাইভ পুনরায় Unhide বা দৃশত করেত চাইেল উপেরর সব কমান্ড একই ভাবে ব্যবহার করে যেখানে Enable সিলেক্ট করেছিলেন সেখানে Enable সিলেক্ট না করে Not Configured সিলেক্ট করতে হবে। তারপর Apply-এ ক্লিক করে Ok তে ক্লিক করতে হবে।
আশা করি ভাল লাগলে কমেন্টস করবেন এবং লাইক দিবেন ।
লিখেছেন : এস.জি.বাপ্পী (এ্যাডমিন)...........