আপনার নন-রিরাইটেবল CD/DVD তে DATA যোগ করুন,একের অধিকবার...

সাধারনত, blank ডিস্কগুলো ১ বারই ডাটাসহ burn করা যায় । একাধিকবার ডাটা অ্যাড করতে চাইলে রি-রাইটেবল ডিস্ক ব্যবহার করতে হয় । আজ দেখাব কিভাবে নন- রিরাইটেবল ডিস্ক কে একবার burn করার পরও পুনরায় ডাটা অ্যাড করতে পারেন ।
যা যা লাগবে :
১। একটি blank CD/DVD
২। NERO software ( আমি এখানে NERO 9 ব্যবহার করেছি )
নিচের ধাপগুলো follow করুন–
১. blank disk টি DVD WRITTER এ প্রবেশ করিয়ে NERO open করুন ।


২. DATA DVD/ CD এর যেকোনো একটি select করুন

৩. এবার আপনার পিসি থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলগুলো অ্যাড করুন । Next এ ক্লিক করুন ।

৪. এবার নিচের ছবিটি দেখুন …

দেখা যাচ্ছে, লাল চিহ্নিত অপশনটির check box এ টিক চিহ্ন দেওয়া নেই ।
খালি boxটিতে clickকরে checkboxটি select করুন । নিচের ছবির মত

ব্যাস,কাজ শেষ ।
এবার আপনার CD/DVD টি BURN করুন ।
CD/DVDটিতে জায়গা খালি থাকলে এখনথেকে যতবার খুশি Data অ্যাড করতে পারবেন । পরবর্তিবারথেকে burn করার সময় normal ভাবেই পিসি থেকে data আপনার CD/DVD তে অ্যাড করুন…burn শেষে দেখবেন cd/dvd টিতে আপনার আগেরবারের write করা ফাইল এবং ২য় বারের write করা ফাইলগুলো সবই অক্ষত আছে ।
সতর্কতা ঃ
খুব বেশি বার burn করা ঠিক নয় । এতে আপনার writeকরা cd/dvdটি আর পিসিতে read নাও করতে পারে,আবার কিছু ফাইল আর কাজ নাও করতে পারে । আমি আমার একটা blank dvd ৩ বার এই পদ্ধতিতে burn করে ডাটা অ্যাড করেছি … এখন পর্যন্ত সেটা ভালই আছে,কোন ফাইল রিড করতে পিসির সমস্যা হয় নি । সামনে আরও burn করলে সেটা ভাল থাকবে কিনা সেটা আমার জানা নেই ।
Share this article :

Introduction

Recent Posts

Email Me

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. প্রযুক্তির ছোঁয়া - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger